সরাইলে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩সেপ্টেম্বর) সকালে উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মানবাড়িয়া জেলা প্রশাসক রেজয়ানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়া, মহিলা ভাইস-চেয়ারম্যান তাহমিনা আক্তার। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন