৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে গ্রেফতার হলেন শ্রমিকলীগ নেতা হাজী ইনু মিয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ , ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

20200423_00120720200421_135141

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে গিয়ে গ্রেফতার হয়েছেন উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি হাজী ইউনুছ মিয়া প্রকাশ ইনু মিয়া। বিশৃংখলা সৃষ্টিসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে দায়ের করা মামলায় আজ বুধবার(২২এপ্রিল) বিকালে উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছেন পুলিশ। একই গ্রামের ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার ওমর আলী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। জানা যায়, গত মঙ্গলবার(২১এপ্রিল) দুপুরে সরাইল উপজেলা চত্বরে “আর কত উপবাস থাকব, খাবার দে” স্লোগান সম্বলিত ব্যানারে শ্রমিক লীগ নেতা হাজী ইউনুছ মিয়ার নেতৃত্বে শতাধিক অসহায় ও ত্রাণ বঞ্চিত মানুষ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ত্রাণের দাবিতে বিক্ষোভ করে। সরকার প্রতি পরিবারের জন্য তিন হাজার টাকা ও এক বস্তা চাল বরাদ্দ দিয়েছে বলে শ্রমিকলীগ নেতা হাজী ইউনুছ মিয়া বিক্ষোভকারীদের উসকে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলেও অভিযোগ ওঠেছে। এ ঘটনায় সৈয়টুলা গ্রামের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর আলী একই গ্রামের শ্রমিকলীগ নেতা হাজী ইউনুস মিয়া প্রকাশ ইনু মিয়া ও অজ্ঞাত আরও ৫/৬জনকে বিবাদী করে থানায় মামলা দায়ের করার পর পুলিশ ইনু মিয়াকে গ্রেফতার করেছেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন