১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে খিলু সর্দার স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ , ১৮ আগস্ট ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

20180818_183246

 

 

 

 

 

 

20180818_18245820180818_175300

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তর পাড়ার যুবসমাজের উদ্যোগে “খিলু সর্দার স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮আগস্ট) বিকালে সৈয়দটুলা উত্তরপাড়ায় এ খেলা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দটুলা উত্তর পাড়ার মো: জিল্লু মিয়া সর্দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি, জেলা জাতীয় পার্টির আহবায়ক,  ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দটুলা গ্রামের কৃতি সন্তান সরাইল সদর ইউনিয়ন থেকে ৩বার নির্বাচিত চেয়ারম্যান মো: আব্দুল জব্বার, এমপির পিএস(ব্যক্তিগত সহকারি) শেখ সিরাজুল ইসলাম। সৈয়দটুলা উত্তরপাড়ার মালু সর্দার, সাবেক মেম্বার মোহাম্মদ আলী, দেওয়ান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল মিয়া, দাগু মিয়া, অহিদ আলী, আব্দুর রাজ্জাক,  মিজান মিয়া, সফর আলী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ক্রীড়ামোদী বিপুল দর্শকবৃন্দ উক্ত খেলায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরাইল ক্রীড়া সংস্থার  সদস্য এম এ মজিদ বক্স। মাসব্যপী অনুষ্ঠিত উক্ত টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহন করে ফাইনাল খেলায় অংশ গ্রহন করে একতা স্পোর্টিং ক্লাব ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব। একতা স্পোর্টিং ক্লাবের খেলোয়ারগণ হলেন অধিনায়ক মো: মুসা মিয়া, ইলাল উদ্দিন, কাসেম মিয়া, ইয়াসিন, সজিব মিয়া, জয়নাল মিয়া, গোলকিপার রফিক মিয়া, অতিরিক্ত খেলোয়ার ছিলেন রিফাত মিয়া, রাকিব মিয়া। অন্যদিকে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলোয়াড় ছিলেন অধিনায়ক জালাল মিয়া,  সাজু মিয়া, বিল্লাল মিয়া, রাজু মিয়া, শাকিল মিয়া, হেলাল মিয়া, গোলকিপার আফজাল মিয়া, অতিরিক্ত খেলোয়াড় মন মিয়া, শামীম মিয়া। উক্ত খেলার শুরুতে মাঠে এসে খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে ও শান্তির প্রতীক পায়ঁরা উড়িয়ে প্রধান অতিথি এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। খেলায় একতা স্পোর্টিং ক্লাব, ভাই ভাই স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করেন। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রপি তুলে দেন। এছাড়া রানার্স আপ দল,  শ্রেষ্ট খোলোয়াড় ও অন্যান্য খেলোয়াড়দেরকেও ক্রেস্ট তুলে দেন। এ সময় প্রধান অতিথি এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি শান্তিপূর্ণ, সৌহার্দপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উক্ত খেলা সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমার সেকেন্ড হোম সৈয়দটুলা। অতীতে আমাকে আপনারা সমর্থন দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আমিও আপনাদের এলাকায় ব্রিজসহ সার্বিক উন্নয়নে কাজ করেছি। আগামীতেও আমি আপনাদের সমর্থন চাই। ইনশাল্লাহ আবার নির্বাচিত হলে দুই মাসের মধ্যেই সরাইল-পানিশ্বর সড়কের বাকী কাজ করব। এ সময় উপস্থিত দর্শকবৃন্দ করতালির মাধ্যমে এমপির বক্তব্যকে স্বাগত জানান। পরে বিজয়ীদল ও তাদের সমর্থক দর্শকবৃন্দ এলাকায় আনন্দ মিছিল করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন