সরাইলে খালে হেলে পড়েছে তারসহ বৈদ্যুতিক মেইন লাইনের খঁটি, দুর্ঘটনার আশংকায় আতংকিত এলাকাবাসী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ , ২৭ মে ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে খালে হেলে পড়েছে তারসহ বৈদ্যুতিক মেইন লাইনের খঁটি, দুর্ঘটনার আশংকায় আতংকিত এলাকাবাসী
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকায় সরাইল-পানিশ্বর সড়কের পাশে অবস্থিত জাফর খালে বৈদ্যুতিক মেইন লাইনের একটি খুঁটি তারসহ হেলে পড়েছে। একই সাথে হেলে পড়া খূঁটির তারের টানে উক্ত লাইনের আরও ৪ টি খুঁটি যেকোনো সময় হেলে পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার (২৭ মে) দুপুরে সরজমিনে গুয়ে এ দৃশ্য দেখা গেছে।
এ ব্যপারে স্থানীয় এলাকার বাসিন্দা মোঃ আজিজ মিয়া ও জালাল মিয়া বলেন, আমাদের বাড়ির পাশে দীর্ঘ এক সপ্তাহ সময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় তারসহ একটি বৈদ্যুতিক খুঁটি খালে হেলে পড়ে থাকলেও মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছেন না কেউ। রাস্তার এক পাশের সমতল ভূমিতে খুঁটি স্থাপন না করে অপরিকল্পিতভাবে খালের পাশে যত্রতত্র খুঁটি স্থাপন করায় পার্শ্ববর্তী খালে খুঁটি হেলে পড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অনতিবিলম্বে হেলে পড়া খুঁটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের কাছে দাবি জানাচ্ছি।
আপনার মন্তব্য লিখুন