সরাইলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত কলেজ ছাত্র উবায়দুলের পিতাকে আর্থিক সাহায্য দিলেন উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল আব্দুস সাত্তার ভূইঁয়া ডিগ্রী কলেজের ছাত্র মোঃ উবায়দুল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করায় মৃত উবায়দুলের পিতাকে আর্থিক সাহায্য প্রদান করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি ও উক্ত ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার একমাত্র পুত্র মাইনুল হাসান তুষার। এ উপলক্ষে আজ শনিবার(৭সেপ্টেম্বর) অরুয়াইল আব্দুস সাত্তার ভূইঁয়া ডিগ্রী কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের প্রিন্সিপাল মুখলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাইনুল হাসান তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার ভূইঁয়া ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল ইকবাল মৃধা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুস সাত্তার ভূইঁয়া ডিগ্রী কলেজের গভর্নিং বডির অভিভাবক সদস্য ও অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব। কলেজের প্রভাষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি মাইনুল হাসান তুষার মৃত উবায়দুল হক এর পিতা মোঃ আফতাব উদ্দিন এর হাতে আর্থিক অনুদান তুলে দেন।
আপনার মন্তব্য লিখুন