সরাইলে কোরবানীর পশুর চামড়ার বাজারে ধ্বস, গরীব মিসকিনরা হতাশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ , ২৩ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সারাদেশের ন্যায় শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৭টায়, সকাল ৮টায় ও সাড়ে ৮টায় উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত ঈদের নামাজ শেষে গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ বিভিন্ন পশু কোরবানী দেন ধর্মপ্রাণ মুসল্লিগণ। আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পশু কোরবানী করে আত্বীয়-স্বজন ও গরীব মিসকিনদের মাঝে যার যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন এলাকায় গোস্থ বন্টন করতে দেখা গেছে। এ দিকে সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোরবানীর পশুর চামড়ার বাজারে যেন ধ্বস নেমে এসেছে। ৬০/৭০/৮০হাজার টাকার গরুর চামড়া বিক্রি করা হচ্ছে মাত্র ২/৩/৪শত টাকা। এক লক্ষ টাকা দামের মহিষের চামড়া বিক্রি হয়েছে মাত্র ৪/৫শত টাকা। উল্লেখিত দামের গরু/মহিষ এর চামড়া অন্যান্য সময়ে ২/৩হাজার টাকা বিক্রি করা হলেও এই বছর চামড়ার কম দামে হতাশ বিভিন্ন এলাকার দরিদ্র শ্রেণির লোকজন ও বিভিন্ন এলাকার এতিমখানা সম্বলিত মাদারাসা কর্তৃপক্ষ। এ অবস্থায় চামড়া ক্রয় করার ব্যপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন এলাকার মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। উপজেলার সৈয়দটুলা গ্রামের মৌসুমী চামড়া ব্যবসায়ী আব্দুস সালাম মিয়া বলেন, বিভিন্ন এলাকা ঘুরে মোট ১২টি গরুর চামড়া কিনেছিলাম। এর মধ্যে প্রতিটি ২শত টাকা করে ৮টি গরুর চামড়া ক্রয় করেছিলাম। বাকীগুলো ৩শত টাকা করে কিনা ছিল। বিকালে সরাইল বিকাল বাজারে নিয়ে প্রায় এক হাজার টাকা লোকসান দিয়ে এই চামড়াগুলো আরও কম দাম দিয়ে বিক্রি করতে হয়েছে। এদিকে সরাইল বিকাল বাজার চামড়া ব্যবসায়ী সূত্রে জানা যায়, সরাইল বিকাল বাজার থেকে যারা পাইকারী দরে চামড়া ক্রয় করে নেন তাদের পক্ষ থেকে চামড়া ক্রয়ের তেমন আগ্রহ না থাকায় স্থানীয় চামড়ার বাজার গুলোতে চামড়ার মূল্য অনেক কমে গেছে। তাই অল্প দামে চামড়া ক্রয় করেও যে সকল ব্যবসায়ী লবণ দিয়ে চামড়া বাজারজাত করার চেষ্টা করছেন তাদের মাঝেও চামড়ার প্রকৃত দাম পাওয়ার ব্যপারে আতংক বিরাজ করছে। এ দিকে পশুর চামড়ার এ কম মূল্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছেন এলাকার হত দরিদ্র লোকজন। বিভিন্ন বাড়িতে ঘুরে যারা চামড়ার টাকা সংগ্রহ করেন তাদের মাঝে হতাশা বিরাজ করছে। এদিকে ২/৩শত টাকা চামড়া বিক্রি করে এই অল্প টাকা কিভাবে গরীব মিসকিনদের মাঝে বিলি করবেন এনিয়ে রয়েছে একশ্রেণির লোকদের মাঝে হতাশা। কোরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিৎ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন