২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে কোরবাণীর পশুর চামড়ার দরপতন, গরীবের হক নষ্টে জনমনে ক্ষোভ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ , ১২ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোরবাণীর পশুর চামড়ায় ব্যপক দরপতন হয়েছে। চামড়ার ন্যয্যমূল্য গরীবের হক হওয়ায় চামড়ার প্রকৃত মূল্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার জনগণ। সিন্ডিকেটের থাবায় কোরবাণীর পশুর চামড়ার দরপতন করে এক শ্রেণির মুনাফালোভী ব্যক্তিবর্গ গরীবের হক নষ্ট করছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। সোমবার(১২আগস্ট) বিকালে সরজমিনে বিভিন্ন বাজার ও এলাকা ঘুরে দেখা যায়, ১লক্ষ টাকার গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র ২শত টাকা থেকে ৩শত টাকা। একই দামে বিক্রি হচ্ছে লক্ষ টাকার অধিক মূল্যের মহিষের চামড়া। এছাড়া অন্যান্য কোরবাণীর পশুর চামড়ার মূল্যের ক্ষেত্রেও একই অবস্থা বিদ্যমান। কোরবাণীর পশুর অত্যধিক কম মূল্যের কারনে এলাকার মৌসুমী ক্রেতাগণও চামড়া ক্রয় করতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। অন্যান্য সময় একটি চামড়ার মূল্য যখন ২হাজার থেকে ৩হাজার টাকা ছিল তখন এলাকার মৌসুমী ক্রেতাগণকেও আগ্রহ ভরে চামড়া কিনতে দেখা গেছে। এদিকে চামড়া ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ট্যানারীর সাথে সম্পৃক্ত বড় বড় ব্যবসায়ীরা স্থানীয় বাজার থেকে কম মূল্যে চামড়া কিনতে চাই বলে মাঠ পর্যায়ে চামড়ার মূল্য অনেকটাই কম। কোরবাণীর পশুর অস্বাভাবিক দরপতনে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার চামড়ার ক্রেতা ও বিক্রেতাগণ। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ব্যপারে ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা আমান উল্লাহ আমান এ ব্যপারে ক্ষোভ প্রকাশ করে বলেন বাজারে চামড়ার একজোড়া জুতার দাম যেখানে ২হাজার থেকে ৩হাজার টাকা সেখানে লক্ষ টাকার কোরবাণীর পশুর দাম মাত্র ২শত টাকা থেকে ৩শত টাকা হয় কিভাবে? তাই সিদ্ধান্ত নিয়েছি গরীবের চামড়া এত সস্থা ধরে না বিক্রি করে মাঠিতে পুথেঁ ফেলব। আর গরীবের জন্য চামড়ার মূল্য হাজার ধরে নিজের পকেট থেকে গরীবদের দিয়ে দেব। এমনই মন্তব্য এলাকার অনেক ভুক্তভোগীর। গরীবের প্রাপ্য কোরবাণীর পশুর মূল্য অস্বাভাবিকহারে দিন দিন কমলেও নিত্যপণ্যের দাম দিন দিন ঠিকই বাড়ছে বলে অনেকেই এ ব্যপারে ক্ষোভ প্রকাশ করেছেন। কোরবাণীর পশুর ন্যয্য বাজারমূল্য নিশ্চিৎ করে গরীবের প্রকৃত প্রাপ্য প্রতিষ্ঠিত করতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন