সরাইলে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে আনুষ্ঠানিক সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ , ২৫ জুন ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেসরাইল নিউজ টোয়েন্টিফোর ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নব নির্বাচিত সদস্য, সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুরের বড় ছেলে মো: সাইফুল ইসলাম ঠাকুরকে আনুষ্ঠানিকভাবে ফুলেল সংবর্ধনা দিয়েছেন সরাইল উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত ২৩জুন শুক্রকবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তাঁেক এ সংবর্ধনা দেওয়া হয়। মো: সাইফুল ইসলাম ঠাকুর ঢাকা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে আসলে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটর সাইকেল শোভা যাত্রায় তাঁেক সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিয়ে আসেন এবং পরে আনুষ্ঠানিক ফুলেল সংবর্ধনা দেন। সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম সিজারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা কৃষকলীগের সভাপতি মো: শফিকুর রহমান , উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, আওয়ামীলীগ নেতা মো: জহিরুল ইসলাম মন মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিন খান, যুগ্ম আহ্বায়ক, মো: হোসেন মিয়া, বাবুল হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন