সরাইলে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দের বিরোদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ , ২৪ মে ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে কেন্দ্রীয় ছাত্রদলের বিরোদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কেন্দ্রীয় ছাত্রদলের বিরোদ্ধে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মঙ্গলবার (২৪ মে) বিকালে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। নবগঠিত সরাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফ উদ্দিন ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পির নেতৃত্বে উক্ত মিছিলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা হাফেজুল আসাদ সিজার, যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমিন খান, যুগ্ম আহবায়ক হোসেন মিয়াসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় নবগঠিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পি বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ ছাত্রদলের কেন্দ্রীয় এক নেতার বিরোদ্ধে বিরুপ মন্তব্য করেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় ঐ নেতাকে ভৈরব ব্রীজ পার হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া না আসার হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড় ও সমাবেশস্থলের আশপাশে পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়।
আপনার মন্তব্য লিখুন