সরাইলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
সরাইলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ঃ
“কৃষিই সমৃদ্ধি”-এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস এর যৌথ উদ্যোগে মঙ্গলবার(২৯ নভেম্বর) সকালে উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষিকর্তা মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর। সম্মানিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত উপপরিচালক (কৃষি) মুন্সী তোফায়েল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোঃ একরাম হোসেন।
উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আবু হানিফ, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকর্মীবৃন্দ, কৃষক ও কৃষাণীবৃন্দ, সম্মানিত সধীবৃন্দ উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৫শত জন কৃষকের মাঝে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে স্যার বিতরণ করা হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী “এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে” এব্যপারে অনুষ্ঠানে সকল কৃষকদের উদ্বুদ্ধ করা হয়।
আপনার মন্তব্য লিখুন