সরাইলে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৩০বছর পূর্তি অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ: সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই’
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ , ২২ এপ্রিল ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আমরা হিংসার রাজনীতি, মানুষকে মারার রাজনীতি করতে চাই না। আমরা গঠনমূলক রাজনীতি করতে চাই। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।আমরা পরিবর্তন চাই শান্তির মধ্য দিয়ে। সেই পরিবর্তন সাংবিধানিকভাবে হতে পারে নির্বাচনের মাধ্যমে। আমরা সুন্দর এবং সবার আস্থা এনে দিতে পারে এমন একটি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চাই। কিন্তু সেই পরিবর্তনের অর্থ এই না যে দেশকে ধ্বংস করব, দেশের মানুষকে মারব। সেই রকম পরিবর্তন আমরা চাই না। শনিবার(২১এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন। কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মামুনুর রশীদ ও সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশের উচ্চ পদস্থ কর্রমকর্তা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মো: মফিজ উদ্দিন ভূইয়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের জিএম(অব:) মো: শাহজাহান মিয়া, এডভোকেট তানভীর হোসেন কাউছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খুরশেদ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে বৃষ্টিজনিত কারনে পূর্ব নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান কর্তৃপক্ষ স্থগিত ঘোষনা করেন।
আপনার মন্তব্য লিখুন