সরাইলে কিশোরীর রহস্যজনক মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাদিজা বেগম (১৪) নামে কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ডিপপুর গ্রামের হাকিম মিয়ার মেয়ে। বৃহস্পতিবার(৪অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি খাদিজা মানসিক ভারসাম্যহীন ছিল। তবে তার মৃত্যুকে রহস্যজনক বলছে পুলিশ। সরাইল থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূইয়া জানান, বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে হাকিম মিয়ার বাড়িতে গিয়ে নিহত খাদিজার লাশ খাটের উপড় পড়ে থাকতে দেখে। ঝুলন্ত অবস্থা থেকে লাশটিকে নামিয়ে খাটের উপর রাখা হয় বলে নিহতের পরিবারের লোকজন পুলিশকে জানায়। খাদিজা মানসিক ভারসাম্যহীন ছিল বলে নিহতের পরিবারের দাবি করে জানানো হয় খাদিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ওসি জানান, নিহত কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আপনার মন্তব্য লিখুন