সরাইলে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ , ২৭ মে ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগেসরাইলে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া এলাকা থেকে কিশোরীর লাশ উদ্ধার করা হয়। মৃত রিমা আক্তার একই এলাকার বাছির মিয়া ও সুফিয়া বেগম দম্পতির মেয়ে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘরের তীরে ওড়নায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরী রিমা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন