সরাইলে করোনা পরিস্থিতিতে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সাহায্য নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ , ১ এপ্রিল ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় করোনা পরিস্থিতিতে যে সমস্থ ব্যক্তি ও সংগঠন নানা ধরনের সাহায্য ও সহযোগিতা নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। নিজের ভেরিফাইড ফেইসবুক আইডিতে এক বিবৃতির মাধ্যমে তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন ব্যক্তির পাশাপাশি বিশেষ করে তরুণ ও যুবক সেচ্ছাসেবীদের কাজ চোখে পড়ার মতো। তিনি আরও বলেন, উপজেলার বিত্তবান শ্রেণীর সবাইকে আবারো অনুরোধ জানাচ্ছি নিম্ন আয়ের মানুষের পাশে থাকুন। এখনই মানবিক হওয়ার উত্তম সময়। পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আপনাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার বিশেষ অনুরোধ জানাচ্ছি। জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে কেহ না যাওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি সকলের নিরাপদ ও সুস্থ জীবন কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন