সরাইলে করোনা পরিস্থিতিতে পাঁচ শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এডভোকেট আব্দুল হামিদ ভাসানী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ , ৬ এপ্রিল ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা পরিস্থিতিতে মানবিক সাহায্য নিয়ে গরিব দারিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাড়িঁয়েছেন সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্মমহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল হামিদ ভাসানী। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় চুন্টা ইউনিয়নের বড়াইল নিজ বাড়িতে থেকে শুরু করে চুন্টা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে কর্মহীন মানুষকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। চুন্টা ইউনিয়নে কর্মহীন প্রায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে মানবিক সাহায্য হিসেবে প্রতিটি পরিবারকে ৩কেজি চাল, ১.৫ কেজি আলু, ১ কেজি ডাল, ও ১টি সাবান বিতরণ করেন। এ ব্যপারে এডভোকেট আব্দুল হামিদ ভাসানী বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতিতে দুর্দিনের সময় কর্মহীন মানুষের পাশে আছি ইনশাল্লাহ থাকবো। খাদ্য সামগ্রী বিতরণের সময় যারা পরিশ্রম করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তিনি আরো বলেন এই দুর্দিনে সবাই মানব সেবায় এগিয়ে আসুন। মানবিক সাহায্য বিতরণে উপস্থিত ছিলেন মোঃ লুৎফুর রহমান, চেয়ারম্যান হাজী এস এ এগ্রো কমপ্লেক্স কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান চুন্টা, হাজী বাহার মিয়া, সভাপতি জাতীয় পার্টি চুন্টা, আমির আলী সাবেক ইউপি সদস্য সিনিয়র সহ-সভাপতি জাতীয় পার্টি চুন্টা, মোঃ জনাব আলী বর্তমান চুন্টা ইউপি সদস্য, মোঃ বিলাল মিয়া, যুগ্ম সম্পাদক জাতীয় পার্টি চুন্টা, আবু কালাম, সহ সাংগঠনিক সম্পাদক চুন্টা, জালাল আহমেদ সভাপতি যুব সংহতি চুন্টা। সার্বিক দায়িত্বে ছিলেন সূফি সাইফুর রহমান, শিক্ষানবিশ আইনজীবী ও মোঃ রুবেল মিয়া সদস্য জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি। এছাড়া গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন