সরাইলে করোনা পরিস্থিতিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সচেতনতামূলক প্রচারনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ , ৩ এপ্রিল ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরাইল উপজেলা প্রশাসন, সরাইল থানা পুলিশ প্রশাসন বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। যেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীও সামাজিক দূরত্ব বজায় রাখতে এলাকার জনগনকে উদ্বুদ্ধ করতে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। আজ শুক্রবার(৩এপ্রিল) সকালে
সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো ও সেনাবাহিনী যৌথভাবে উপজেলার বিভিন্ন এলাকায় ও বাজারে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করাসহ জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য প্রয়োজনীয় অভিযান পরিচালনা করেছেন। সেই সাথে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, বিশেষ ব্যক্তি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের পাশাপাশি উপজেলা প্রশাসন ও সরাইল থানা পুলিশের পক্ষ থেকে কর্মহীন জনগণের জন্য সাধ্যমত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিকে একই দিন দুপুরে সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের গড়েরপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে উপস্থিত মুসুল্লিদের মাঝে জনসচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন আর মাত্র কয়েকটা দিন ঘরে থাকুন। নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদে রাখুন । নিজের পরিবারকে নিরাপদে রাখুন। সরাইল উপজেলা প্রশাসন, সরাইল থানা পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনা বাহিনীর মানবিক এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন