সরাইলে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন সুমন পারভেজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ , ৩ এপ্রিল ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর সৈয়দটুলা গ্রামের কৃতি সন্তান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সাবেক সদস্য, ইউপি সচিব সুমন পারভেজ করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ শুক্রবার(৩এপ্রিল) সকালে নিজ এলাকার মুরব্বিদের সাথে নিয়ে কর্মহীন লোকদের মাঝে সাধ্যমত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এ ব্যপারে ইউপি সচিব সুমন পারভেজ সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারা দেশ ব্যপি চলমান করোনা পরিস্থিতিতে নিজ এলাকার কর্মহীন মানুষের পাশে সাধ্যমত কিছুটা সাহায্যের হাত বাড়াতে পেরে অনেক ভাল লাগছে। মহান আল্লাহ আমাদের সকলকে এই পরিস্থিতি থেকে দ্রুত হেফাজত করুক সেই কামনা করছি। পাশাপাশি যে কোনো অনাকাংখিত দুর্যোগ মুহূর্তে সাধ্যমত অসহায় মানুষের পাশে যেন দাড়াঁতে পারি সেই জন্য সকলের দোয়া কামনা করছি।
আপনার মন্তব্য লিখুন