২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে করোনা পজিটিভ সনাক্ত মোট ১০১ জন, নতুন আক্রান্ত ৩জন, দ্বিতীয় নমুনায় পজিটিভ ৮জন, মোট সুস্থঃ ৫২

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ , ১৪ জুলাই ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নতুন করে ৩জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে দ্বিতীয় পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন ৮জন। আজ মঙ্গলবার(১৪জুলাই) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিৎ করেছেন। এ পর্যন্ত করোনা পজিটিভ সনাক্ত মোট ১০১জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ৫২জন। তবে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার(১৪জুলাই) নতুন করে করোনা পজিটিভ সনাক্ত ৩জন হলেন সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের আল আমিন, কালিকচ্ছ বিজিবি ক্যাম্প এলাকার খন্দকার সালা উদ্দিন ও পানিশ্বর ইউনিয়ন পরিষদের সচিব শেখ রাজিবুর রহমান।
ইতিপূর্বে করোনা পজিটিভ সনাক্ত চিকিৎসাধীন রোগীরা হলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ ইমরান ভূইঁয়া,
সরাইল হাসপাতাল মোড়ের জয়শ্রী সাহা, আব্দুল উয়াহেদ(সরাইল),
এনজিও কর্মী আবু কাউছার, সন্দ্বীপ পাল, একরামুল হক, রবিন্দ্র সেন, ফারজানা সরকার, আশা রানী দাস ও মোঃ সাইয়াম, ডাঃ নাঈমা চৌধুরী,
উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের শিরিন , শাহীন নামে সরাইল বড় দেওয়ানপাড়ায় অবস্থানকারী ১জন (স্থায়ী বাসিন্দা নয়), চাঁনমনিপাড়ার আব্বাস ঠাকুর, আলীনগর গ্রামের রাসেল, সদর ইউনিয়নের বড্ডাপাড়ার রুহুল আমিন, কুট্টাপাড়া এলাকার ওমর আলী ও ইকবাল হোসাইন,
উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকার অরুপ দাস, দিবাংকর সরকার ও মোঃ হোসেন,
কালিকছ এলাকার প্রবাস দেব, বাপ্পি চন্দ্র দেব, কালিকচ্ছ বিজিবি ক্যাম্প এলাকার আব্দুল মান্নান ও রেজাউল করিম, কালিকচ্ছ মৌলভীপাড়ার মোহাম্মদ আলী মিয়া, উপজেলার কালিকচ্ছ এলাকার সজল দেব, সুমন দেব ও লুৎফা,

পানিশ্বর শাখায়তি এলাকার মোস্তফা ও পানিশ্বর এলাকার মোঃ জীবন মিয়া, পানিশ্বর ইউনিয়নের বিটঘর এলাকার শামিম আহমেদ।
নোয়াগাও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুরাইয়া ও আবুল বাছির, নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও এলাকার শাহ আলম ও ইসলামাবাদ এলাকার রফিকুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়নের আইরুল এলাকার সামিদুর রহমান, নোয়াগাঁও বছিউড়ার হাজী আব্দুল জলিল,
শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া এলাকার নাফিজ উদ্দিন,
অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল এলাকার মারুফা।
পাকশিমুল এলাকার শাহেদ আলী, শাহেরা বেগম ও আবেদুর রহমান।

করোনামুক্ত হয়ে সুস্থ হওয়া হয়েছেন শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকার শাহ মোঃ কাইয়ুম, মোঃ সোহেল মিয়া, লিপি চৌধুরী ও সজিবুর রহমান, সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের রহিস মিয়া ও জিলানী, কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ এলাকার চন্দন দেব, প্রদীপ দেব, করোনা রানী দেব, প্রমি রানী দেব ও পিও রানী দেব, সূর্যকান্দি এলাকার আবু আহমেদ মৃধা।

উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া এলাকার লাইলী আক্তার ও নেসার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্টাফ তাসলিমা আক্তার, উপজেলা ভূমি অফিস এর স্টাফ আলাল মিয়া, সদর ইউনিয়নের ছোট দেওয়ানপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান, নিজ সরাইল এলাকার আব্দুল মতিন, সৈয়দটুলা ৫নং ওয়ার্ড এর সাবেক মেম্বার নাদির হোসেন ও ছোট দেওয়ান পাড়ার সালা উদ্দিন, ঝরনা রানী সূত্রধর(সরাইল), সরাইল কোয়ার্টার এর মোঃ রাজ্জাক মিয়া, কালিকচ্ছ বিজিবি এলাকার জিয়াউল হক, নজরুল ইসলাম, আবু তাহের ও আক্তারুজ্জামান।
কালিকচ্ছ এলাকার বাসিন্দা ও বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, মাহমুদা ইয়াসমিন, জাহেরা বেগম, কামরুজ্জামান, উচালিয়াপাড়ার শাহ আলম ও আলাউদ্দিন, শাহবাজপুর এলাকার আপন দাস, উপজেলা মৎস কর্মকর্তা মাইমুনা জাহান, চুন্টা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মিয়া, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম, উদ্যাক্তা রফিকুল ইসলাম, সরাইল আশা অফিস এর রাবিনা আক্তার, হালুয়া পাড়া এলাকার আশিকুর রহমান ও মহিম, কুট্টাপাড়া এলাকার সামিয়ূল হাসান ও বুশরা আক্তার, হাসপাতাল স্টাফের পুত্র অর্ণব চক্রবর্তী ও অসীম চক্রবর্তী, নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের শামীমা আক্তার, শাহবাজপুর পালপাড়ার সৌরভ পাল, একই এলাকার সাহানা বেগম, সদর ইউনিয়নের জিলুকদারপাড়া এলাকার জিতু মিয়া, তাঁর স্ত্রী লাভলী ইসলাম ও শ্যালক নুরুজ্জামান, একই ইউনিয়নের দেওয়ান হাবলী এলাকার সামসুল আলমের স্ত্রী হোসনা খাতুন।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. নোমান মিয়া বলেন, হাসপাতালে নমুনা সংগ্রহ করে পরীক্ষা- নিরীক্ষার কাজ অব্যাহত আছে। হাসপাতালের একটি টিম শুধু এ কাজই করছেন। আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
আরও পড়ুন