সরাইলে করোনা নমুনা পরীক্ষা: ৩৫০, ফলাফল প্রাপ্ত: ৩১৯, নেগিটিভ: ৩০৯, পজিটিভ: ১০, চিকিৎসাধীন: ৯ ,সুস্থ হয়েছেন: ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ , ৬ জুন ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ৪.কম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এ পর্যন্ত মোট ৩৫০জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩১৯জনের প্রাপ্ত ফলাফলে ৩০৯জনের করোনা নেগিটিভ ও ১০জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনা পজিটিভ ১০জনের মধ্যে ১জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বাকী ৯জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলে সরাইল হাসপাতাল সূত্রে জানা গেছে। সর্বশেষ সরাইলে শুক্রবার(৫জুন) উপজেলায় ২জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। সরাইলে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ঢাকার ব্যবসায়ী উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের নজির মিয়ার পুত্র খালেদুর রহমান বাবলু(৪০) ঢাকায় ও বাহরাইন প্রবাসী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাংকো মিয়ার পাড়ার শাহজাদা মিয়ার পুত্র মোহাম্মদ কুদ্দুছ মিনহাজ(৩৯) বাহরাইনে করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার(৪জুন) দুইজনই মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে সর্বপ্রথম সরাইল উপজেলায় করোনা রোগী সনাক্ত হয়েছিলেন উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের তেরকান্দা গ্রামের আবুল হোসেন মিয়ার স্ত্রী শামীমা আক্তার। ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যধি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন। পরবর্তীতে করোনা রোগী সনাক্ত হয়েছেন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর পালপাড়া এলাকার সৌরভ পাল, আপন দাস ও শামীমা খাতুন, উপজেলার সদর ইউনিয়নের দেওয়ান হাবলী এলাকার সামসুল আলমের স্ত্রী হাসনা খাতুন, সদর ইউনিয়নের জিলুকদারপাড়া এলাকার অবসর প্রাপ্ত সৈনিক জিতু মিয়া, তাঁর স্ত্রী ও শ্যালক। সর্বশেষ শুক্রবার(৫জুন) পানিশ্বর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রফিকুল ইসলাম ও সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাদির হোসেন এর করোনা পজিটিভ সনাক্ত হয়েছে । করোনা আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ব্যপারে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. নোমান মিয়া বলেন, হাসপাতালে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার কাজ অব্যাহত আছে। হাসপাতালের একটি টিম শুধু এ কাজই করছেন। আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন