সরাইলে করোনা আপডেটঃ মোট আক্রান্ত ১০জন, চিকিৎসাধীন ৯জন, সুস্থ হয়েছেন ১জন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ , ৫ জুন ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ শুক্রবার(৫জুন) করোনা পজিটিভ সনাক্ত হয়েছে ২জন। উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদের রফিকুল ইসলাম নামের এক উদ্যোক্তা ও সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাদির হোসেন এর করোনা পজিটিভ সনাক্ত হয়েছে বলে সরাইল হাসপাতাল সূত্র নিশ্চিৎ করেছেন। এ পর্যন্ত সরাইলে মোট ১০জন করোনায় আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অপর ৯জন চিকিৎসাধীন রয়েছেন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আনাস ইবনে মালেক এ তথ্য নিশ্চিৎ করেছেন। জানা যায়, সর্বপ্রথম সরাইল উপজেলায় করোনা রোগী সনাক্ত হয়েছিলেন উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের তেরকান্দা গ্রামের আবুল হোসেন মিয়ার স্ত্রী শামীমা আক্তার। ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যধি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন। পরবর্তীতে করোনা রোগী সনাক্ত হোন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর পালপাড়া এলাকার সৌরভ পাল, আপন দাস ও শামীমা খাতুন, উপজেলার সদর ইউনিয়নের দেওয়ান হাবলী এলাকার সামসুল আলমের স্ত্রী হাসনা খাতুন, সদর ইউনিয়নের জিলুকদারপাড়া এলাকার অবসর প্রাপ্ত সৈনিক জিতু মিয়া, জিতু মিয়ার স্ত্রী, জিতু মিয়ার শ্যালক এর করোনা পজিটিভ সনাক্ত হয়। সর্বশেষ আজ শুক্রবার(৫জুন) পানিশ্বর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রফিকুল ইসলাম ও সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাদির হোসেন এর করোনা পজিটিভ সনাক্ত হয়েছে বলে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন