সরাইলে করোনায় নতুন আক্রান্ত ২০জন, মোট আক্রান্ত ৬৯জন, সুস্থ হয়েছেন ৭জন, চিকিৎসাধীন ৬২জন,
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ , ২৮ জুন ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নতুন করে ২০জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। আজ রোববার(২৮জুন) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাপ্ত ফলাফলে নতুন করে করোনা পজিটিভ সনাক্ত ২০জন হলেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্টাফ তাসলিমা আক্তার, উপজেলা ভূমি অফিসের স্টাফ আলাল,
আশা এনজিও কর্মী ফারজানা সরকার, আশা রানী দাস ও মোঃ সাইয়াম, সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের জিলানী, শিরিন ও রহিস মিয়া, চাঁনমনিপাড়ার আব্বাস ঠাকুর, নিজসরাইল গ্রামের আব্দুল মহিম, আলীনগর গ্রামের রাসেল, কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের আবু আহমেদ মৃধা, কালিকচ্ছ বিজিবি ক্যাম্প এলাকার জিয়াউল হক, নজরুল ইসলাম, আবু তাহের, আক্তারুজ্জামান ও মান্নান, শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর আমিনপাড়ার কামরুজ্জামান রাব্বি, শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া এলাকার নাফিজ উদ্দিন ও পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর এলাকার মোঃ জীবন মিয়া।সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাপ্ত তথ্যমতে এ পর্যন্ত সরাইল উপজেলায় মোট ৬৯জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭জন। নতুন আক্রান্ত ২০জনসহ চিকিৎসাধীন মোট ৬২জন। সরাইল হাসপাতালের তথ্যমতে এ পর্যন্ত করোনা মুক্ত ৭জন হলেন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের শামীমা আক্তার, শাহবাজপুর পালপাড়ার সৌরভ পাল, একই এলাকার সাহানা বেগম, সদর ইউনিয়নের জিলুকদারপাড়া এলাকার জিতু মিয়া, তাঁর স্ত্রী লাভলী ইসলাম ও শ্যালক নুরুজ্জামান, একই ইউনিয়নের দেওয়ান হাবলী এলাকার সামসুল আলমের স্ত্রী হোসনা খাতুন। করোনা পজিটিভ সনাক্ত চিকিৎসাধীন অন্যান্য রোগীরা হলেন
উপজেলা মৎস অফিসার মাইমুনা জাহান,
এনজিও কর্মী আবু কাউছার, রুবিনা আক্তার, সন্দ্বীপ পাল, একরামুল হক ও রবিন্দ্র সেন, ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি শাহ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন স্টাফ এর পুত্র অসীম চক্রবর্তী ও অর্ণব চক্রবর্তী, সরাইল হাসপাতাল মোড়ের জয়শ্রী সাহা, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাদির হোসেন, কুট্টাপাড়া এলাকার সামিউল হোসেন ও বুশরা আক্তার, উচালিয়াপাড়া গ্রামের আলা উদ্দিন, শাহীন নামে সরাইল বড় দেওয়ানপাড়ায় অবস্থানকারী ১জন (স্থায়ী বাসিন্দা নয়), ছোট দেওয়ানপাড়ার বাসিন্দা ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান, একই এলাকার সালা উদ্দিন সুরুজ, হালুয়াপাড়ার আশিকুর রহমান ও তাঁর পুত্র মাহিম, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকার আপন দাস, অরুপ দাস, দিবাংকর সরকার, সজিবুর রহমান, লিপি চৌধুরী ও মোঃ হোসেন, কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ এলাকার বাসিন্দা ও বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়া, একই এলাকার চন্দন দেব, করুনা রানী, প্রবাস দেব, পিও রানী, প্রমি রানী, বাপ্পি চন্দ্র দেব, মাহমুদা ইয়াসমিন ও জাহেরা বেগম, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ দ্বীন ইসলাম, উদ্যোক্তা রফিকুল ইসলাম ও শাখায়তি এলাকার মোস্তফা, নোয়াগাও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুরাইয়া ও আবুল বাছির, চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মিয়া, শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া এলাকার লাইলী আক্তার ও অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল এলাকার মারুফা। তবে করোনা পজিটিভ সনাক্ত সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান ঢাকায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। সরাইলে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, হাসপাতালে নমুনা সংগ্রহ করে পরীক্ষা- নিরীক্ষার কাজ অব্যাহত আছে। হাসপাতালের একটি টিম শুধু এ কাজই করছেন। আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন