সরাইলে করোনার নমুনা দিতে গিয়ে হাসপাতালে বৃদ্ধার মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ , ২৯ জুলাই ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে করোনার নমুনা দিতে গিয়ে হাসপাতালে বৃদ্ধার মৃত্যু
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা ভাইরাসের নমুনা দিতে গিয়ে হোসনে হুড় বেগম (৭১) নামের এক বৃদ্ধা হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
হোসনে হুড় বেগম উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী।
এ ব্যপারে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান মিয়ার সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে হোসনে হুড় বেগম জেলা শহরের এক মেডিসিন ডাক্তারের কাছে যান। ডাক্তার তাকে করোনা পরীক্ষা করাতে বলার পরেও তিনি করোনার নমুনা না দিয়ে বাড়িতে অবস্থান করেন। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি করোনার নমুনা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ফরম পূরণের পর নমুনা দেয়ার প্রাক্কালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। নমুনা সংগ্রহ করতে না পারায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা বলা যাচ্ছে না। তবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ছিল।
আপনার মন্তব্য লিখুন