সরাইলে করোনামুক্ত হলেন সাংবাদিক মাসুদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ , ৪ জুলাই ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনামুক্ত হয়েছেন উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ এলাকার কৃতি সন্তান, সরাইল প্রেসক্লাবের সদস্য ও বিজয় টেলিভিশনের সরাইল প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ মাসুদ। করোনা নেগেটিভ রিপোর্ট আসার বিষয়টি আজ শনিবার(৪জুলাই) বিকালে মুঠোফোনে সরাইল নিউজ ২৪.কমকে নিশ্চিৎ করেছেন সাংবাদিক মাসুদ। করোনা পজিটিভ সনাক্ত হওয়ার পর সাংবাদিক মাসুদ এর জন্য যারা নানাভাবে খোঁজ-খবর নেওয়া ও সহযোগিতাসহ দোয়া করেছেন সকলের নিকট তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, বিএনপি নেতা আহসান উদ্দিন খান শিপন ও বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম এর নাম উল্লেখ করার পাশাপাশি সরাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ যারা করোনা পরিস্থিতির দুঃসময়ে সাংবাদিক মাসুদ এর খোজঁ-খবর রাখাসহ নানা ভাবে সাহায্য সহযোগিতা করেছেন ও দোয়া করেছেন সকলের নিকট তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য শরীরে সামান্য জ্বর দেখা দেওয়ার পর তিনি করোনা নমুনা পরীক্ষা করান। গত ৬জুন সাংবাদিক মাসুদ এর করোনা পজিটিভ সনাক্ত হয়। এর পর থেকে নিজ বাসায় সম্পূর্ণ পৃথক কক্ষে তিনি হোম কোয়ারান্টাইনে থেকে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরবর্তী পরীক্ষার ফলাফলে আজ বুধবার করোনা নেগেটিভ রিপোর্ট আসায় তিনি মহান আল্লাহর অশেষ শোকরিয়া আদায় করেছেন।
আপনার মন্তব্য লিখুন