সরাইলে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ , ১১ নভেম্বর ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
পুলিশই জনতা,জনতাই পুলিশ- এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১০নভেম্বর) বিকালে সরাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার সরাইল সার্কেল মনিরুজ্জামান ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া, সরাইল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নূর হোসেন, এসআই আবু বকর সিদ্দিক, আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী, হাজী ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজুল আসাদ সিজার প্রমুখ। সরাইল ইউনিয়ন পরিষদের সকল সদস্য, চৌকিদার, আনছারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত সভায় উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক উদ্ধার সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন