২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে কবরস্থান থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

20181017_104031

 

20181017_103535এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কবরস্থান থেকে ২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। বুধবার(১৭অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বিকাল বাজারের শাহী জামে মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে গ্যাস সিলিন্ডার ২টি উদ্ধার করেন পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তর আরিফাইল গ্রামের নোয়াব আলীর স্ত্রীর একই দিন সকালে মারা যান। আত্বীয়-স্বজনদের মধ্যে একই এলাকার মফিজুল, রিপন, ইকবাল ও নাঈমসহ ৮/১০জন লোক কবর খুড়ঁতে এসে মাটির নীচে কালো পলিস্টার কাপড়ে  মোড়ানো ২টি বেলন আকৃতির গ্যাস সিলিন্ডার দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন। গ্যাস ব্যবহার করে তালা ভেঙ্গে বড় ধরনের চুরিরর ঘটানোর পরিকল্পনার অংশ হিসেবে  নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা গ্যাস সিলিন্ডার দুটি কবরস্থানের মাটিতে পুঁতে রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন পুলিশ। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূঁইয়া  কবরস্থান থেকে ২টি গ্যাস সিলিন্ডার উদ্ধারের বিষয়টি নিশ্চিৎ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন