সরাইলে ওয়াহিদ হোসেন রাধন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৭
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ , ২৮ জুন ২০১৭, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কৃতি সন্তান ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কলামিস্ট, ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ ওয়াহিদ হোসেন রাধন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ আগামী ৩০জুন শুক্রবার বিকাল ৩টা ৩০মিনিটে কুট্টাপাড়া(বাঙ্গালপাড়া) প্রস্থাবিত সরাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এস, কে স্টার ক্লাবের উদ্যোগে এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন আহম্মদ মদন সভাপতিত্বে আনুষ্ঠিতব্য উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে খেলা উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করবেন সুহিলপুর খেলোয়ার কল্যাণ পরিষদ , ব্রাহ্মণবাড়িয়া বনাম ব্যাপারী পাড়া একাদশ, সরাইল। উক্ত খেলায় সকলকে আমন্ত্রন জানিয়েছেন খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো: শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো: রতন বক্স ও সদস্য সচিব মো: জাকির হোসেন। খেলার সূচি ঃ ৩০/০৬/২০১৭শুক্রবার: সুহিলপুর খেলোয়ার কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া বনাম ব্যাপারী পাড়া একাদশ সরাইল। ০১/০৭/২০১৭শনিবার: উচালিয়া পাড়া ্একাদশ সরাইল বনাম সোহাগপুর হ্যাপী ক্লাব, আশুগঞ্জ। ০২/০৭/২০১৭ রবিবার: কালিকচ্ছ একাদশ সরাইল বনাম কুট্টাপাড়া একাদশ সরাইল। ০৩/০৭/২০১৭সোমবার: চুন্টা একাদশ সরাইল বনাম চাকসা প্রভাতী ক্রীড়াচক্র সরাইল। ০৪/০৭/২০১৭ মঙ্গলবার: কাকলী স্পোটিং ক্লাব ছোটদেওয়ান পাড়া বনাম বিশুতারা যুব স্পোটিং ক্লাব কালিকচ্ছ। ০৬/০৭/২০১৭বৃহস্পতিবার: সোহাগপুর হ্যাপী ক্লাব, আশুগঞ্জ বনাম ব্যাপারী পাড়া একাদশ সরাইল। ০৭/০৭/২০১৭ শুক্রবার: কুট্টাপাড়া একাদশ সরাইল বনাম চাকসা প্রভাতী ক্রীড়াচক্র সরাইল। ০৮/০৬/২০১৭ শনিবার: সুহিলপুর খেলোয়ার কল্যাণ পরিষদ ব্রাহ্মণবাড়িয়া সদর বনাম বিশুতারা যুব স্পোটিং ক্লাব কালিকচ্ছ । ০৯/০৭/২০১৭ রবিবার: কালিকচ্ছ একাদশ সরাইল বনাম উচালিয়া পাড়া ্একাদশ সরাইল। ১০/০৭/২০১৭ সোমবার: চুন্টা একাদশ সরাইল বনাম কাকলী স্পোটিং ক্লাব ছোটদেওয়ান পাড়া । খেলা পরিচালনায় রেফারি বোর্ডের সদস্যরা হলেন এস এম ফরিদ, মো: মুসাহেদ উল্লাহ , মো: শফিকুর রহমান, মাসুম উল্লাহ খন্দকার , আবুল হোসেন, আব্দুল মতিন, শামীম আহম্মেদ ।
আপনার মন্তব্য লিখুন