সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্টিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১১ পূর্বাহ্ণ , ২৩ জুন ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্টিত
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
“মাদককে না বলুন”- শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার(২২ জুন) উপজেলা সদরের নতুন হাবলী গ্রামের বালুর মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু।
সরাইল সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল কালাম, কালিকচ্ছ ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল কাশেম, ইউসুফ মিয়া (সর্দার), ওমর আলী, শওকত আলী, আসাদ আলী, নান্নু মিয়া, রুফ মিয়া, এলাস মিয়া, ইউনুছ মিয়া, সাদির মিয়া,জীবন মিয়া, আইয়ুব খান, হিরা মিয়া, রফিক, আলকাস, সোহরাব, শিশু মিয়া, শফিক মিয়া, জুরু মিয়া, রফিক মিয়া, আজিজ, ফয়সাল মিয়াসহ বিপুল সংখ্যক দর্শক উক্ত খেলায় উপস্থিত ছিলেন।
উপজেলার স্বল্পনোয়াগাঁও, টিঘর, বিশুতারা, নতুন হাবলী, গলানিয়া, নরসিংহপুর, মোগলটুলা, চানমনি পাড়া সহ বিভিন্ন গ্রামের লাঠি খেলোয়াড়গণ উক্ত খেলায় অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন