সরাইলে ঐতিহাসিক অন্নদা মাঠের ৪৭তম কোরআন তাফসির মাহফিল আজ শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ , ২০ ডিসেম্বর ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে ঐতিহাসিক অন্নদা মাঠের ৪৭তম কোরআন তাফসির মাহফিল আজ শুরু
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ৪৭তম কোরআন তাফসির মাহফিল আজ সোমবার (২০ ডিসেম্বর) বাদ আছর থেকে শুরু হচ্ছে। ১০ দিন ব্যপি এই কোরআন তাফস্যার মাহফিল আগামী ২৯ ডিসেম্বর বুধবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
সরাইল উপজেলার কৃতি সন্তান ও জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার শায়খুল হাদিছ ও শিক্ষা সচিব, সরাইল তাফসির কমিটির সভাপতি আল্লামা মুফতি শামসুল হক সাহেব উক্ত কোরআন তাফসির মাহফিলে সভাপতিত্ব করবেন।
দেশ বরেণ্য আলেম-ওলামাগণ ১০দিন ব্যাপি উক্ত কোরআন তাফসির মাহফিলে মূল্যবান তাফসির পেশ করবেন বলে তাফসির আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন