সরাইলে এসএসসি পরীক্ষা-২০১৭ ফলাফল: গড় পাশের হার ৫৩.৭৩%; এ প্লাস ২১; সর্বোচ্চ পাশের হার সরাইল অন্নদা স্কুল ৮৬.০৩%; সর্বনিম্ন পাশের হার সরাইল সদর স্কুল ১৮.৭৫%
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ , ৪ মে ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেসরাইল নিউজ টোয়েন্টি ফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল আজ বৃহস্পতিবার সারা দেশের ন্যায় একযোগে প্রকাশিত হয়েছে। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে হজানা যায়, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ পাশের হার ৮৬.০৩%, এ প্লাস ১৫টি, আখিঁতারা আলহাজ্ব নুরুর রহমান উচ্চ বিদ্যালয় ৭৫.৭৫%, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ৬৪.২৩%, এ প্লাস ১টি, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ৬১.১১%, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ৫৪,৮৮%, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ৫৪.৩৮%, এ প্লাস ১টি, কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় ৫৩.০৯%, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় ৪৫.১৩%, এ প্লাস ২টি , পানিশ্বর সামসুল আলম উচ্চ বিদ্যালয় ৪৪.০৫%, এ প্লাস-০১,। পাকশিমুল হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয় ৪১.৮৬%, এ প্লাস ১টি, চুন্টা এ সি একাডেমী স্কুলে ৩৯.৩১%; নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৩৫.২৯% এবং সর্বনিম্ন পাশের হার সরাইল সদর উচ্চ বিদ্যালয়ে ১৮.৭৫%।
আপনার মন্তব্য লিখুন