সরাইলে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ , ২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরীক্ষা দিতে এসে লাভলী আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ লাভলী আক্তার উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের তোহর আলীর মেয়ে ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আজ শনিবার(২৩ফেব্রুয়ারী) বিকালে এ ব্যপারে সরাইল থানায় নিখোঁজ লাভলী আক্তারের ভাই মো: ইকবাল হোসেন সাধারণ ডায়রী(জিডি) করেছেন। জিডি নং-৯৩০/১৯ তারিখ-২৩/২/১৯। লিখিত জিডি ও নিখোঁজ পরীক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা যায়, অদ্য ২৩/০২/২০১৯ তারিখ: রোজ শনিবার সকাল সাড়ে ৮টায় চলতি এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিতে ্অন্যান্য দিনের মত আজ শনিবার(২৩ফেব্রয়ারী) সকাল সাড়ে ৮টায় লাভলী আক্তার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরীক্ষার হলে লাভলী আক্তার অনুপস্থিত থাকার বিষয়টি মুঠোফোনে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে জানতে পেয়ে পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজ-খবর নেন। কোথাও লাভলী আক্তারের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। এ ব্যাপারে উপজেলার পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের হল সুপার রফিকুল ইসলাম মানিক মুঠোফোনে বলেন, বিগত পরীক্ষায় লাভলী আক্তার অংশগ্রহন করলেও আজকের বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত থাকার বিষয়ে তাৎক্ষনিক লাভলী আক্তারের পরিবারকে জানিয়েছি। কিন্তু পরবর্তীতে সে আর পরীক্ষা দিতে আসেনি। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনায় থানায় জিডি করার সত্যতা নিশ্চিৎ করে বলেন নিখোঁজ লাভলী আক্তারের সন্ধানে অভিযান চলছে।
আপনার মন্তব্য লিখুন