সরাইলে “এশিয়ান টেলিভিশন” এর বর্ষপূর্তি উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ , ১৮ জানুয়ারি ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে “এশিয়ান টেলিভিশন” এর বর্ষপূর্তি উদযাপন
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “এশিয়ান টেলিভিশন” এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। নবম বর্ষ পেরিয়ে দশম বর্ষে পদার্পণ উপলক্ষে এশিয়ান টেলিভিশনের সরাইল প্রতিনিধি আম মামুন খান এর উদ্যোগে আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলা সদরে আলোচনা সভার আয়োজন করেন।
সরাইল উপজেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম। এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ এশিয়ান টেকিভিশনের বর্ষপূর্তির সুন্দর ও জমকালো আয়োজন করার জন্য এশিয়ান টেলিভিশনের সরাইল প্রতিনিধি আল মামুন খানকে ধন্যবাদ জানান সেই সাথে এশিয়ান টেলিভিশনের সাফল্য ও উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা শেষে কেক কেটে উপস্থিত সকলের মাঝে বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সমাপ্ত হয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন