সরাইলে এলইডি টিভি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে এলইডি টিভি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
এম এ করিম ,সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
“এসো মাঠে খেলা করি’ মাদক কে না বলি” এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এলইডি টিভি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আইরল ফুটবল একাদশ এর উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় আইরল ফুটবল একাদশ ও আইরল সিনিয়র ফুটবল একাদশ একে অপরের মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে ড্র হওয়ার পরে খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে আইরল ফুটবল একাদশ ২-১ গোলে আইরল সিনিয়র একাদশকে হারিয়ে আইরল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় সৌরভ।
উল্লেখ্য গত (১৭সেপ্টেম্বর) শুক্রবার আইরল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ইকবাল খান।
গ্রামে গঞ্জে ফুটবল এখনো জনপ্রিয়তার শীর্ষে সেইটা বুঝা গেলো মাঠে উপচেপড়া দর্শকের উপস্থিতি দেখে। পুরো স্কুল মাঠ এবং মাঠের আশ পাশের ছাদের উপর ও গাছে উঠে খেলা উপভোগ করতে দেখা যায় দর্শকদের। এসময় অনেকেই বলছিলেন ফুটবল আবার জেগে উঠুক বাংলার মাটিতে।
উক্ত খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো.ইকবাল খান। বিশেষ অতিথি ছিলেন দলিল লেখক আক্তার মিয়া, নুরুল ইসলাম (মাস্টার), আলমগীর মিয়া, রিপন ঠাকুর ও হাজী জাবেদ মিয়া প্রমূখ।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরষ্কারের ট্রফি তুলে দেন।
আপনার মন্তব্য লিখুন