সরাইলে এনা পরিবহনের বাস খাদে, নিহত ৩, আহত: ২০
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ , ২৯ আগস্ট ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে ৩জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বুধবার(২৯আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ,দমকল বাহিনী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এর আগেই স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আব্দুর রহমান, সিনিয়র এএসপি(সরাইল সার্কেল) মো: মনিরুজ্জামান ফকির , সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার তৎপরতা তদারকি করেন। নিহতরা হলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ইউসুফপুর গ্রামের বাসিন্দা সালাউদ্দিনের স্ত্রী রুবিনা নূর (৫৫), তার মেয়ে সামিনা নূর (২৮) এবং সাত বছরের শিশুপুত্র ইয়াছিন। সরাইল বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হোসেন সরকার জানান, দুপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪৭৪৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে বৈশ্বামুড়া এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩জন মারা যান। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া জানান, আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন