সরাইলে এক যুবকের লাশ উদ্ধার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ , ২৩ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক যুবকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ। আজ শনিবার(২৩মে) সকালে উপজেলার কালীকচ্ছ মধ্যপাড়ার একটি পুকুর থেকে রিয়াজ(২৩) নামে এক মৎসজীবির লাশ উদ্ধার করা হয়। রিয়াজ উপজেলার সদর ইউনিয়নের বেপারি পাড়া গ্রামের আঁখি মিয়ার পুত্র। তিনি পেশায় একজন মৎস্যজীবি ছিলেন।
জানা যায়, শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি রিয়াজ।আজ শনিবার সকালে কালিকচ্ছ মধ্যপাড়ার একটি পুকুরের পানিতে রিয়াজের লাশ ভেসে উঠলে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিৎ করেছেন।
আপনার মন্তব্য লিখুন