সরাইলে এক ডাকাত গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাহফুজ নিয়া নামে এক ডাকাতকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। জানা যায়, সোমবার(১৭সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভূূঁইয়ার দিকনির্দেশনায় সরাইল থানার এসআই আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে এএসআই আজাদ হোসেন, এএসআই আনোয়ার হোসেন, এএসআই এনামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর এলাকার তাজুল ইসলামের পুত্র ও অত্র থানা এলাকার কুখ্যাত ডাকাত মাহফুজ মিয়াকে রসুলপুর এলাকা থেকে গ্রেফতার করে আজ মঙ্গলবার(১৮সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত মাহফুজ মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় ৩৯৯/৪০২ ধারায় ও ১৮৬০ পেনাল কোডে একাধিক মামলা রয়েছে বলে সরাইল থানা পুলিশ সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন