২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে এক কৃষকের লাশ উদ্ধার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ , ৩০ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

llllllllllllllllllll

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক কৃষকের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের মুসলিম পাড়ার মৃত শাহাজ উদ্দিন ফকিরের পুত্র মো: বাদশা মিয়ার(৭০) লাশ আজ ৩০নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় তিতাস নদীর গুনারবাগ নামক স্থান থেকে উদ্ধার করা হয়েছে।  এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৯টায় শাহজাদাপুর এলাকায় তিতাস নদীর তীরে কোদাল ও অন্যান্য কৃষিপন্য নিয়ে জমিতে কাজ করতে যান কৃষক বাদশা মিয়া।  সকাল ১০টায় নদীর পাড়ে কোদাল ও পাঞ্জাবী পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাদশা মিয়ার স্বজনরা ঘটনাস্থলে ছুঁটে এসে পড়ে থাকা কোদাল ও পাঞ্জাবী দেখে বাদশা মিয়াকে খুঁজতে থাকেন। একপর্যায়ে জেলেরা নদীতে জাল দিয়ে নদীতে খুঁজতে থাকে। দুই ঘন্টা পর তিতাস নদী থেকে জেলেরা বাদশা মিয়ার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করলে তারা লাশ বাড়িতে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাদশা মিয়ার লাশ তাদের বাড়িতে রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত লাশ একনজর দেখতে এলাকাবাসী ভীড় করছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছেন।

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন