১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে এক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১৮ জন!

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , ২ নভেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সরাইলে এক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১৮ জন!

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৮৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৮২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার (২ নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মোট ৫ শত ৭৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বিপুল উৎসাহ-উদ্দীপনায় নিজ নিজ সমর্থকদের সাথে নিয়ে প্রার্থীগণ তাদের মনোনয়ন পত্র সংশ্লিষ্ট অফিসে জমা দিতে দেখা গেছে।

সরাইল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সরাইল সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এছাড়া নোয়াগাঁও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন,
কালিকচ্ছ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৯জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন,
শাহবাজপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন,
শাহজাদাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন,
চুন্টা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪১জন,
পানিশ্বর উত্তর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন,
অরুয়াইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন এবং
পাকশিমুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সর্বাধিক চেয়ারম্যান পদে পাকশিমুল ইউনিয়নে ১৮ জন, অরুয়াই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে সরাইল ও পাকশিমুল ইউনিয়ন পরিষদে ৪৭ জন করে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে এবং আগামী ২৮ নভেম্বর উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন