সরাইলে একই গ্রামের দুই পাড়ার লোকজনদের মধ্যে সংঘর্ষ, আহত : ২০
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ , ১১ মে ২০১৭, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেসরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই গ্রামের দুই পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের আনুমানিক ২০জন লোক আহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সরাইল বিকাল বাজার কবুতর হাট নামক স্থানে বাজারের পাহারাদার আক্কাসের দোকান পাহারাদেওয়ার টাকা লেনদেনকে কেন্দ্র করে সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা আব্দুল আহাদ মিয়ার ছেলে বাজারের টিভি মিস্ত্রী বাদল(২৬) ও একই গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ও সরাইল বিকাল বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী মরম মিয়ার মধ্যে কথাকাটাকাটিকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে ঘটনাস্থলে ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেলের নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষ থামানোর চেষ্টাকালে মুখমন্ডলে ইটপাটকেলের আঘাতে একই গ্রামের দক্ষিনপাড়ার বাসিন্দা ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও পরবর্তীতে সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো: কাজল মিয়া(কাঞ্চন মিয়া)গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ ঘটনার সূত্রে ধরে উভয় পক্ষের লোকজন গ্রামে গিয়ে ফের সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও রাবারবুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। সংর্ঘষে উভয়পক্ষের প্রায় ২০জন লোক আহত হয়েছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপক কুমার সাহা বলেন, ৫৪টি রাবার বুলেট ও ১১টি টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আপনার মন্তব্য লিখুন