সরাইলে উৎসবমুখোর পরিবেশে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিতরণ, দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ভাসানী
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ , ১৬ অক্টোবর ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে উৎসবমুখোর পরিবেশে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিতরণ, দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ভাসানী
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উৎসবমুখোর পরিবেশে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ অক্টোবর) দিনব্যপি উপজেলা পরিষদ মিলনায়তনে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে দলীয় মনোনয় ফরম উত্তোলন করেন।
একই দিন বিকালে দলীয় নেতা- কর্মী ও স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে উপজেলার অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ভাসানী দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন।
এর আগে বৃহস্পতিবার দিন ব্যপি অরুয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।
নাজিম উদ্দিন ভাসানী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দলীয় কার্যক্রমে সক্রিয় থেকে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক পেলে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি নৌকা মার্কায় বিজয়ী হবেন এমনটাই প্রত্যাশা করে এ ব্যপারে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর উপজেলার সবকটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন