২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে উৎসবমুখোর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ , ২৮ নভেম্বর ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির দলীয় মনোনয়ন  দাখিল করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া। বুধবার(২৮নভেম্বর) বিকাল ৩টায় সরাইল উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ইউএনও এ এস এম মোসার কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মনোয়ন পত্র দাখিল করেছেন।  এ সময় সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, ভূইঁয়া ফাউন্ডেশনের সত্বাধিকারী কবির আহমেদ ভূইঁয়া,  বিএনপি নেতা শেখ রকিব উদ্দিন, এভোকেট নুরুজ্জামান লস্কর তপু,  জহির উদ্দিন আহমেদ, শরীফ মৃধা, শফিকুল ইসলাম সেলু,  উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল , বিএনপি নেতা মোশাহেদ উল্লাহ মেম্বার, আব্দুল হামিদ ভূইঁয়া, আব্দুর রহিম, মোবারক মিয়া, মেহেদী হাসান পলাশ, আবু তাহের, হোসেন মিয়া, বাবু মিয়া, জাকির মিয়া,  শাহ আলম,  বিএনপি নেত্রী শামিমা আক্তার, যুবদল নেতা মো: ইয়াকুব,  মশিউর মাস্টার, নুরে আলম, নুরুল আমিন মাস্টার, আব্দুল করিম মাস্টার, ছাত্রদল নেতা রিগ্যান খন্দকার, মো: খোকন মিয়া,  তানভীর আহমেদসহ বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল শেষে নেতা-কর্মীরা উপজেলার প্রধান প্রধান সড়কে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া ও ধানের শীষ প্রতীকে বিভিন্ন স্লোগানসহ আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সরাইল ন্নদা সরকারি  উচ্চ বিদ্যালয়ের সামনে সংক্ষিপ্ত  এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সর্বস্তরের জণগণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।  উল্লেখ্য মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীগণ নিজ নিজ সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
আরও পড়ুন