সরাইলে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ , ১৪ এপ্রিল ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাকঁজমকপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে “বাংলা নববর্ষ ১৪২৬” উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করেছেন। সকাল ৯টায় সরাইল উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে ফের উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত আসনের মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া, সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট নাজমুল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের লোকজন উক্ত শোভাযাত্রায় অংশগ্রহন করেন। শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে কুইজ প্রতিযোগিতা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন