সরাইলে ঈদ পুনর্মিলনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ , ১৫ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদ পুনর্মিলনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের চক বাজারে আজ বৃহস্পতিবার(১৫আগস্ট) বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আব্দুল হামিদের সভাপতিত্বে ও সরাইল উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, মোঃ নুরুল আমিন মাস্টার, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সেক্রেটারী এনামুল হক, বিএনপি নেতা মাজহারুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, বর্তমান মেম্বার আবু হানিফ, বিএনপি নেতা শফিকুল ইসলাম প্রমুখ। সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ অরুয়াইল
ও পাকশিমুল ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন