৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ঈদ আনন্দে ধর্মতীর্থ এলাকায় মানুষের উপচে পড়া ভীড়

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ , ৩ মে ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

সরাইলে ঈদ আনন্দে ধর্মতীর্থ এলাকায় মানুষের উপচে পড়া ভীড়

এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকার বিল আকাশীর বুক ছিঁড়ে যাওয়া সরাইল-নাসিরনগর সড়কে ঈদের দিন বিকালে মানুষের উপচে পড়া ভীড় দেখা যায়।

পরিবারের লোকজনদের সাথে নিয়ে মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি অটোরিক্সা ও ব্যটারি চালিত অটোরিক্সাযোগে সেখানে সকলে ঈদের আনন্দে মেতে উঠে।
আঞ্চলিক এই সড়কের দুই দিকে বিস্তির্ণ ফসলী মাঠ, আকাঁ-বাঁকা খালে জোয়ারের থৈ থৈ পানি, স্পীড বুটে ও ছোট নৌকায় ঘুরাঘুরি, ঘোড়ার উপর চওয়ার হয়ে লাগাম টেনে ধরা, পাচঁ মিশালী খাবারের সমাহার, পিক আপ ভ্যানে কিশোরদের নেচে-গেয়ে পথ চলা, প্রাকৃতিক পরিবেশে প্রিয়জনদের সাথে ফটোসেশন, আডা আর হৈ হুল্লোর এর মধ্য দিয়ে ঈদের আনন্দে মেতেছিল তখনকার আগন্তুক লোকজন।

যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মত।

FB_IMG_1651594108387

সরাইল-নাসিরনগর সড়কের ধর্মতীর্থ থেকে কুন্ডা পর্যন্ত প্রাকৃতিক পরিবেশ সম্বলিত বিস্তীর্ণ হাওড় এলাকায় পরিকল্পিত পর্যটন শিল্পের অপার সম্ভাবনা দেখছেন বিনোদন প্রেমি লোকজন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন