সরাইলে ঈদের আগের দিন ভাইয়ের হাতে ভাই খুন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ , ২১ জুলাই ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইলে ঈদের আগের দিন ভাইয়ের হাতে ভাই খুন
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদের আগের দিন আপন ছোট ভাইদের হাতে খুন হয়েছেন বড় ভাই।মঙ্গলবার(২০জুলাই) বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে বসত ভিটার জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ধামাউড়া গ্রামের আব্দুর রহমান এর সাথে ঈদ উদযাপন উপলক্ষে ঢাকা থেকে বাড়িতে আসা তার আপন ছোট দুই ভাই সুহেদ মিয়া ও আব্দুল্লাহ মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি ও মারামারি হয়। এক পর্যায়ে ছোট দুই ভাই সুহেদ মিয়া ও আব্দুল্লাহ মিয়ার বল্লমের আঘাতে বড় ভাই আব্দুর রহমান গুরুতর আহত হয়।
গুরুতর আহত আব্দুর রহমানকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুর রহমানের লাশ কুলিয়ারচর হাসপাতালে রয়েছে জানতে পেরেছি।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকার পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সরাইল থানা পুলিশ সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন