সরাইলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার, ৬মাসের জেল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , ৩১ অক্টোবর ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াবাসহ এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছেন পুলিশ। আজ মঙ্গলবার(৩১অক্টোবর) সকাল ১১টায় সরাইল উপজেলার বিশুতারা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে ৬মাসের জেল দেন। সরাইল থানার এস আই আবুবকর সিদ্দিক মুঠোফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশুতারা নামক এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আবু শাফায়াত মৃধা প্রকাশ রাসেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাসেলের নিকট থেকে ৫পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁর বিরোদ্ধে নারী নির্যাতন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার(অতি: দা:) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেফতারকৃত আবু শাফায়াত মৃধা রাসেলকে ৬মাসের জেল দেন। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়া বলেন, গ্রেফতারকৃত আবু শাফায়াত মৃধা রাসেল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। জেলা যুবলীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি। দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে জেলা নেতৃবৃন্দ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে তাঁর বিরোদ্ধে দ্রুতই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন