সরাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে ৬মাসের জেল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ , ১১ জুলাই ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। মঙ্গলবার(১০ জুলাই) দিবাগত রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া দক্ষিণ পাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো: কামরুজ্জামান, এসআই হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মোবাইল কোর্ট পরিচালনা করিয়া আসামী মানিক মিয়াকে (৩৫) নিজ বসতবাড়ি থেকে ১১পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মানিক মিয়া দেওড়া দক্ষিণপাড়ার ফেরদৌস মিয়ার পুত্র। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নোহাম্মদ ইকবাল হোসেন আসামী মানিক মিয়াকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আপনার মন্তব্য লিখুন