সরাইলে ইসলামী ফ্রন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ , ২ জুন ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১জুন) বাদ আছর উপজেলা সদরের প্রাত:বাজারে ইসলামী ফ্রন্টের অফিসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা এ জেড এম সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে মুফতি সামসুল হক রেজভী, মাওলানা সাদ্দাম হোসেন, মাওলানা তৈয়ব শাহ সিদ্দিকী, নাজমুল হোসেন আত তাহেরী, আলমগীর মিয়া উজ্জল, কাজী পাহলভী, মো: ফরিদ মিয়া, মাওলানা ইব্রাহিম, হাফেজ শাহাদাত, হাফেজ মাজহার, হাফেজ আমিনুল ইসলাম ও আবুল হাশেম রেজভী প্রমুখসহ উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতা-কর্মীরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ও সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা এ জেড এম সাইদুর রহমান সংক্ষিপ্ত আলোচনায় গত বৃহস্পতিবার(৩১মে) সন্ধায় জেলা জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা করে গাড়ী ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্ততমূলক শাস্তি দাবি করেন। পরে তিনি ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন।
আপনার মন্তব্য লিখুন