সরাইলে ইসলামী ছাত্রসেনার কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি: আবুল হাশেম খান, সাধারণ সম্পাদক: আবু হানিফ নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ , ২৪ অক্টোবর ২০১৭, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সরাইল সদর ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩অক্টোবর সোমবার বিকালে উপজেলা সদরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সরাইল উপজেলার সদর ইউনিয়ন ইসলামী ছাত্রসেনার সভাপতি পদে আবুল হাশেম খানকে এবং সাধারণ সম্পাদক পদে আবু হানিফকে নির্বাচিত করা হয়েছে। আবুল হাশেম খানকে সভাপতি নির্বাচিত করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং তারঁ উপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন সেই সাথে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
আপনার মন্তব্য লিখুন