সরাইলে ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
সরাইলে ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সরাইল উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা সদরের সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে হাসপাতাল মোড় ও উচালিয়াপাড়া এলাকায় উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্ম ও জাতি সত্বাবিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বিক্ষোভ মিছিল হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলা শাখার সভাপতি হাজী সাইফুল ইসলাম ও সেক্রেটারী মুখলেছুর রহমান এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি হাসপাতাল মোড় এলাকার স্থানীয় সিঙ্গার শো রুমের সামনে থেকে শুরু হয়ে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে উচালিয়াপাড়া মাদ্রাসার নিকট থেকে প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সরাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা হিজবুল্লাহ আনোয়ার, সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান, সরাইল উপজেলা মোজাহিদ কমিটির সেক্রেটারী বাবুল খান, সহকারি সেক্রেটারী শহিদুল হক সোহাগ, সরাইল উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন এর সভাপতি মোঃ শাহজাহান মিয়াসহ ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ উক্ত বিক্ষোভ মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন