সরাইলে ইসলামি এজেন্ট ব্যাংকে ডাকাতি, ৯ লাখ টাকা লুট
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ , ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
সরাইলে ইসলামি এজেন্ট ব্যাংকে ডাকাতি, ৯ লাখ টাকা লুট
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামি এজেন্ট ব্যাংকে ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে ইসলামি এজেন্ট ব্যাংকে ডাকাতির এ ঘটনা ঘটে।
এজেন্ট ব্যাংকের ইনচার্জ হাফেজ আনসার আহমেদ বলেন, ৩ বছর আগে উপজেলার কালিকচ্ছ বাজারে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকটি খোলা হয়। সোমবার সন্ধ্যায় ব্যাংক বন্ধ করে চলে যান ব্যাংকের কর্মকর্তারা। পরদিন মঙ্গলবার সকালে এসে ব্যাংকের কর্মকর্তারা ব্যাংকের জানালার গ্রিল কাটা দেখতে পান। ডাকাতরা ব্যাংকের ক্যাশ থেকে ৯ লক্ষাধিক টাকা, সিসি টিভির হার্ডসিক্স নিয়ে যায়। তিনি আরও বলেন, সোমবার বিকালে একজন গ্রাহক ১০ লক্ষ টাকা এফ ডি আর করায় ব্যাংকে টাকা ছিল।
সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে কালিকচ্ছ বাজার ইসলামি ব্যাংক শাখায় গিয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
আপনার মন্তব্য লিখুন